Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা( কধুরখীলের যোগাযোগের ব্যবস্থা)

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার অন্তগর্ত প্রথমে ১ নং কধুরখীল ইউনিয়ন। গ্রামটি কর্নফুলীর নদীর পাশে অবস্থিত ,গ্রামটির পশ্চিমে কর্নফুলী নদী,কর্নফুলী নদীতে ঐতিহ্য বাহী কালুরঘাট সেতু অবস্থিত ।ঐ সেতুটি দক্ষিন চট্টগ্রানের লোকজন এর চট্টগ্রাম শহরে আসা-যাওয়ার (যোগাযোগের)একমাত্র মাধ্যম, কক্সবাজার,টেকনাফ এর সাথে যানবাহনের একমাত্র বড় আরকান সড়ক বা মূল সড়ক এই কর্নফুলীর সেতুর সাথে সংযুক্ত, এই সেতুর পুর্বে নদীর পাশ ঘিরে কধুরখীল গ্রামের দৃশ্যায়নমান রাস্তা, এই রাস্তা দিয়ে চৌধুরী হাট হয়ে কধুরখীলের যোগাযোগের

উৎপক্তি এবং চৌধুরী হাট হয়ে কধুরখীলের টিক মাঝ খান দিয়ে একটি রাস্তা চলে গেছে,যাহা ইউনিয়ন পরিষদ হয়ে দক্ষিনে বোয়ালখালীর মূল সদর উপজেলা পরিষদ (গোমদন্ডী) যাওয়া যায়,শহর থেকে এই গ্রামে টেম্পোযোগে

বা টেক্সিযোগে যাতায়াত করা যায়.গ্রামের মধ্যে টেক্সি রিক্সা বা মাইক্রো হাইজ অবাধে চলাচল করে ,শহর থেকে এই  গ্রামে আসতে চাইলে চট্টগ্রাম বহদ্দার হাট,তথা শহরের বা  যে কোন স্থান থেকে সহজে আসা-যাওয়া করা যায,আমাদের ইউনিয়ন পরিষদটি গ্রামের টিক মাঝখানে অবস্থিত, গ্রামটিতে যানবাহনের সুযোগ সুবিধা খুবই   

ভাল। আমরা গ্রামটিতে বসবাসের জন্য খুবই সন্তুষ্ট.

                                  যোগাযোগ ব্যবস্থা

                       --------------

                      যোগাযোগের ক্ষেত্রে কধুরখীল গ্রাম সবকি দিয়ে ভালো,

                                   আনাচে-কানাচে আছে গ্রামে পল্লী বিদ্যুতের আলো..

                              ঘুমের শেষে সকালে লোকজন যানবাহনের ব্যবস্থা পাই

                                           রাস্তটুকু ইটের বদলে কার্পেট রাস্তা চাই -

                              আমরা আর ও উন্নত হবো,যদি সরকারী ছোয়োঁ পাই

                     আমরা সনকারের, সরকার আমাদের এটাই আমরা চাই,,

                     ভাই-বোনের মত মিলেমিশে গ্রামে মোরা থাকতে চাই।।

                                                                     =আবুল বশর (উদ্বোক্তা)

                                                                  ১নং কধুরখীল ইউনিয়ন পরিষদ

                                                                       বোয়ালখালী,চট্টগ্রাম।

                                                                                                          

                                                                মোবাইল নং= ০১৮২৫-১২৩৪১১