কধুরখীল ইউনিয়নে সরকারী ও বেসরকারী কোন ব্যাংক নেই। তবে পূর্ব কধুরখীল অঞ্চলে কো-অপারেটিভ সোসাইটি নামে একটি সংস্থা আছে, ১৯১৭ সনে স্থানীয় লোকজন সম্মিলিতভাবে এই কো-অপারেটিভ সোসাইটি গড়ে তোলেন । বর্তমানে ঐ সোসাইটিতে সেভিং এ্কাউন্ট, ডিপিএস একাউন্ট,মেয়াদি একাউন্ট এর কার্যক্রম আছে । এলাকার নিম্নমধ্যবিত্ত বা নিম্ন শ্রেনীর লোকজন ঐ কো-অপারেটিভ সোসাইটিতে একাউন্ট করে থাকেন । তবে স্থানীয় লোকজন বিদেশ থেকে টাকা পাঠাতে রেমিটেন্স বিকাশ অথবা উপজেলা সদরে সরকারী বেসরকারী ব্যাংকের স্ব-স্ব একাউন্টের মাধ্যমে টাকা আদান প্রদান করেন ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS