কধুরখীল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এই সনাতনী ধর্মীয় শক্তির দেবতা মা’ কালীর বাড়ীটি অবস্থিত। এটি ১৭৬৫ সনে প্রথমে স্থানীয় সনাতনী ধর্মীয় কিছু লোক এই কালী মন্দির স্থাপন করেন। কালক্রমে এর ধর্মীয় অনুভুতির সাথে সাথে মন্দিরের উন্নতির বিকাশ ঘটে । এটি বর্তমানে বোয়ালখালীর সেরা কালী বাড়ী হিসেবে আখ্যায়িত। মন্দির বাড়ীটির ভেতরে চারদিকে উন্নত টাইস দ্বারা নির্মিত এবং আধুনিক লাইট দ্বারা সজ্জিত। এই কালী বাড়ীতে প্রতিবছর কালী পূজার সময় সামাজিক নাটক হয় এবং এই মঞ্চ নাটকে দূর-দূরান্ত থেকে লোক আসে।
কালী বাড়ীর বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগের মাধ্যম মোবাইল নং- 01819-082655/ 01819-805495/01812-710266
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস