চট্টগ্রাম জেলার অর্ন্তগত বোয়ালখালী উপজেলার প্রথমে ১নং কধুরখীল ইউনিয়ন , এই ইউনিয়নে প্রায়ই ২৫(পচিঁশ হাজার লোকের) বাস। গ্রামটিতে শতকরা ৮০ ভাগ শিক্ষিত , কধুরখীল ইউনিয়নে সব ধর্মের লোক বাস করে, তন্মধ্যে শতকরা ৭০ ভাগ মুসলিম এবং বাকীরা অন্যন্য ধর্মাম্বলীর। সুজলা সুফলা শষ্য শ্যামলা এই কধুরখীল গ্রামটি ঘেঁষে বয়ে গেছে কর্নফুলী নদী, নদীর পাশের লোকজন মাছ ধরা এবং কৃষিকাজে অভ্যস্ত।তবে এলায়কায় কৃষক মজুর ডাক্তার শিক্ষক ইন্জিনিয়ার সব ধরনের লোকের সমষ্টিগত ভাবে প্রাকৃতিক সম্পদে কধুরখীল বাসী সয়ং সম্পুর্ন্ন হলে ও কর্নফুলী নদীর ভাঙ্গনে নদীর পাড়স্থ লোকের দুর্গতি সীমাহীন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস