Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জিতিয়ে দিন বাংলাদেশকে! আপনার একটি ভোটই পারে বাংলাদেশের জন্য সর্বোচ্চ সম্মান বয়ে নিয়ে আসতে (2020) I
বিস্তারিত

সুধী,

ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর, এটুআই হতে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। 

আপনি জেনে আনন্দিত হবেন যে, ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর, এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব বিশ্বখ্যাত WSIS পুরষ্কারের জন্য মনোনীত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব একটি দুরদর্শী পদ্ধতি যার মাধ্যমে ২০২১ সালের মাঝে সকল মন্ত্রনালয় এবং অধিদপ্তর সমূহের সেবাগুলোকে ডিজিটাল করা সম্ভব হবে। এই পুরষ্কারটি আমাদের বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এবং দেশের গৌরব অর্জনে সহায়তা করবে। কেবলমাত্র আপনার ভোটই আমাদের জয় সুনিশ্চিত করতে পারে।  

ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর, এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ  হতে আমরা বিনীতভাবে আপনাকে অনুরোধ করছি, আপনার মূল্যবান সময় হতে পাঁচ মিনিট ব্যয় করুন এবং আপনার মূল্যবান ভোট দিন যাতে আমরা আমাদের দেশের জন্য সর্বোচ্চ সম্মান আনতে পারি। আপনার প্রতিষ্ঠান এবং পরিচিতদের উক্ত বিষয়ে অবহিত করা এবং অন্যদেরও এই উদ্যোগের পক্ষে ভোট দিতে অনুপ্রাণিত করার জন্য আপনার প্রতি আন্তরিক অনুরোধ রইল।

ভোট দেওয়ার জন্য নীচের লিঙ্কটিতে ক্লিক করে লগ ইন করুন।

https://www.itu.int/net4/wsis/stocktaking/Prizes/2020/vote

 

আপনার যেকোন জিজ্ঞাসা অথবা তথ্যের জন্য যোগাযোগ করুন-

মোঃ সাজ্জাদ হোসেন, e-mail: sazzad.jrc@gmail.com, Phone: 01683939367

আশিকুল আজিজ শেখ, e-mail: ashiquee.bd@gmail.com, Phone: 01712048272

ফারিয়া ই ফেরদৌস, e-mail: fariaferdous06@gmail.com

 

ধন্যবাদ। 

On Behalf of 

 

Forhad Zahid Shaikh 

Chief Strategist (e-Governance)

(Lead- Digital Service Accelerator) 

Access to Information (a2i)

ICT Division, Bangladesh

E-14/X, ICT Tower ,Agargaon,
Sher-e-Bangla Nagar, Dhaka-1207

Phone: 88 02 55006931-34

Mobile: 88-01711618368, 01550020509

Email: forhadzahid@a2i.gov.bdforhad.shaikh@undp.org 

Skype ID : forhadzahid  Twitter: @forhadzahid_

আবুল বশর (উদ্যোক্তা) ১নং কধুরখীল ইউনিয়ন ডিজিটাল সেন্টার

ফোন- 01821-711971

ডাউনলোড
প্রকাশের তারিখ
23/02/2016